অজিদের ১৮০ রান তাড়া করতে নেমে অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের একটি মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে ১২৩ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, ৫৭ রান তুলতে হারিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ ১৮০। পাঁচ উইকেট সংগ্রহ করেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস।

টস জিতে ব্যাট করতে নেমে জেডেন সিলস ও শামার জোসেফের বোলিং তোপে ২২ রানেই ৩ উইকেট হারায় সফররতরা। চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন ট্রাভিস হেড ও উসমান খাজা।

হেড ব্যক্তিগত অর্ধশতক তুললেও ৪৭ রানে সাজঘরে ফেরেন হেড। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের পুঁজি ১৮০ তে পৌঁছায়। অন্যদিকে দারুণ বোলিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার তুলে নিয়েছেন সিলস।

জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারেনি স্বাগতিকরাও। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সের বোলিং তোপে ৫৭ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। অভিষিক্ত ব্রেন্ডন কিং অপরাজিত আছেন ২৩ রানে। অন্যপ্রান্তে রোস্টন চেজ ব্যাটিংয়ে নামবেন ১ রান নিয়ে।

এসএইচ