ইংল্যান্ডের এজবাস্টনে টেস্ট জেতার হাতছানি ভারতের

ভারতীয় ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারত। প্রথম এশিয়ান দেশ হিসেবে ইংল্যান্ডের এজবাস্টনে টেস্ট জেতার সুযোগ হাতছানি দিচ্ছে শুভমান গিলের দলকে।

চতুর্থ দিন শেষে এই টেস্টে চালকের আসনে আছে ভারত। চতুর্থ দিনে অধিনায়ক গিলের ১৬১ রানের ইনিংসের পাশাপাশি ঋষভ পান্থ এবং রবীন্দ্র জাদেজার ফিফটিতে ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দেয় সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের মাঝেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। অলি পোপ এবং হ্যারি ব্রুক অপরাজিত থেকে দিন শেষ করেন।

আকাশ দীপ নিয়েছেন দুই উইকেট। আজ শেষ দিনে ৭২ রানে তিন উইকেট নিয়ে খেলা শুরু করবে ইংলিশরা।

তাদের দরকার ৫৩৬ রান, বিপরীতে ইতিহাস গড়া জয় পেতে ভারতের দরকার আর ৭ উইকেট। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে শেষ দিনের খেলা।

সেজু