পঞ্চম দিনে ৬ উইকেট হাতে নিয়ে শুরু করা ভারতীয়রা দিনের শুরুতেই হারায় ঋষভ পন্তকে। তার বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি কে এল রাহুল-ওয়াশিংটন সুন্দররাও।
মধ্যাহ্নবিরতির আগেই দলের ৮ উইকেট হারিয়ে হারের ক্ষণ গণনা করছিল সফররতরা।
দিনের দ্বিতীয় সেশনে জসপ্রিত বুমরাহকে নিয়ে জুটি গড়েন রবীন্দ্র জাদেজা। দুজনই ইংলিশ পেসারদের গতির সামনে মাটি কামড়ে পড়ে থেকে ৩৫ রানের জুটি গড়েন।
বুমরাহ একাই খেলেন ৫৪ বল। যদিও স্টোকসের বলে ধৈর্য হারা হয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি। শেষ উইকেটে সিরাজকে সাথে নিয়ে পাহাড়সম চাপ নিয়ে ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যান জাদেজা।
তুলে নেন অর্ধশতকও। তবে শেষমেশ শোয়েব বশিরের ঘূর্ণিতে সিরাজ বোল্ড হলে ১৭০ রানেই থামে ভারতের চতুর্থ ইনিংস।