আজ (বুধবার, ১৬ জুলাই) হালনাগাদ করা র্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন রিশাদ। সেই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ ৬২৩ রেটিং পয়েন্ট নিশ্চিত করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে দুই ম্যাচ খেলে পেয়েছেন ৪ উইকেট। সেটাই তাকে নিয়ে এসেছে বোলারদের র্যাংকিংয়ের ১৭তম স্থানে। সিরিজের তৃতীয় ম্যাচের পর নিজেকে আরও সামনে নেয়ার সুযোগ থাকছে রিশাদের সামনে।
টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে অবশ্য অবনমন দেখেছেন মেহেদি হাসান মিরাজ। চার ধাপ নেমে তার অবস্থান এখন ২৫তম স্থানে। আর এরপরেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান।