টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে রিশাদ

রিশাদ হোসেন
ক্রিকেট
এখন মাঠে
0

নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সবশেষ টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন এই লেগ স্পিনার।

আজ (বুধবার, ১৬ জুলাই) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন রিশাদ। সেই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ ৬২৩ রেটিং পয়েন্ট নিশ্চিত করেছেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে দুই ম্যাচ খেলে পেয়েছেন ৪ উইকেট। সেটাই তাকে নিয়ে এসেছে বোলারদের র‍্যাংকিংয়ের ১৭তম স্থানে। সিরিজের তৃতীয় ম্যাচের পর নিজেকে আরও সামনে নেয়ার সুযোগ থাকছে রিশাদের সামনে।

টি-টোয়েন্টির বোলারদের র‍্যাংকিংয়ে অবশ্য অবনমন দেখেছেন মেহেদি হাসান মিরাজ। চার ধাপ নেমে তার অবস্থান এখন ২৫তম স্থানে। আর এরপরেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান।

এসএইচ