রংপুর রাইডার্সের কাছে সাকিবের দুবাই ক্যাপিটালসের হার

রংপুর ও দুবাইয়ের ম্যাচ শেষে খেলোয়াড়রা
ক্রিকেট
এখন মাঠে
0

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছে সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। টানা তিন ম্যাচ জয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রয়েছে নুরুল হাসান সোহানদের দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ইফতেখার আহমেদ।

সৌম্য সরকারের ৩৬ ও অধিনায়ক সোহানের ১৮ বলে ৩৪ রানের ইনিংসও ছিল রংপুরের জন্য উল্লেখযোগ্য। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ৭ রানেই দুই উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় দুবাই ক্যাপিটালস। সেদিকুল্লাহ আতাল দুবাইয়ের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে সাকিব ছিলেন নিষ্প্রভ, করেছেন ৭ বলে মাত্র ৩ রান।

এএইচ