বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

লিটন দাস ও সালমান আঘা ট্রফি উন্মোচন করেন
ক্রিকেট
এখন মাঠে
0

দেড় মাসের ব্যবধানে আবারও বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গত বছর পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ আর এবার বাংলাদেশে পাকিস্তান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুদলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা ট্রফি উন্মোচন করেন

কিন্তু পাকিস্তান সফরে পূর্ণ শক্তির টি-টোয়েন্টি দল খেললেও এবার বাংলাদেশ সফরে বলা যায় দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে সাবেক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।

বর্তমানে টি-টোয়েন্টিতে পাকিস্তানের আইসিসি র‍্যাংকিং আট আর বাংলাদেশের ১০। আগামীকাল (রোববার, ২০ জুলাই) দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টি মিরপুরে মুখোমুখি হবে দুদল।

সিরিজের বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই। সবকটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

এসএস