এবারের এশিয়া কাপের নির্ধারিত আয়োজক ভারত। যদিও রাজনৈতিক কারণে দেশটিতে যেতে আগ্রহী না পাকিস্তান। আর সে কারণেই এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
দুবাই এবং আবুধাবিতে হবে ৮ দলের এই ক্রিকেট আসর। সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে ক্রিকেটের এই বড় আসর। বাংলাদেশে এসিসি বৈঠকের পর গতি এসেছে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েও।
ভারতের পক্ষ থেকে এরইমধ্যে এসিসি সদস্যদের জানানো হয়েছে, চলতি সপ্তাহের মাঝেই সূচি, সম্প্রচার এবং স্পন্সরশিপের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করা হবে।