ওভালে শেষ টেস্টে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ক্রিকেটার বুমরাহ
ক্রিকেট
এখন মাঠে
0

আগামীকাল বৃহস্পতিবার ওভালে শুরু হতে যাওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বুমরাহকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই মেডিকেল টিম। বুমরার পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সর্বশেষ ওল্ড ট্রাফোর্ড টেস্টে নিষ্প্রভ ছিলেন বুমরা। এক ইনিংসে বোলিংয়ে ৩৩ ওভারে রান দিয়েছেন ১১৫। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে বুমরার ১০০ রানের বেশি দেওয়ার ঘটনা এটিই প্রথম।

বুমরা এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। বুমরার জায়গায় দলে ফেরানো হবে পেসার আকাশ দীপকে। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারেননি এই পেসার।

চলতি মৌসুমে ওভালে হওয়া কাউন্টি ম্যাচগুলোর পরিসংখ্যানও পেসারদের পক্ষে। পাঁচ ম্যাচে ১৫০ উইকেটের মধ্যে ১৩১টিই পেসারদের ঝুলিতে।

সেজু