মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী

ঘরের মাঠে কিরগিজ ক্লাবের কাছে হেরেছে আবাহনী
ক্রিকেট
এখন মাঠে
0

এএফসি ক্লাব কাপের প্লে-অফে মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। একমাত্র বিদেশি দিয়াবাতে নিয়ে মাঠে নামা স্বাগতিকরা শুরুতে মিতুলের সেভে টিকে থাকলেও আক্রমণে ব্যর্থ হয়। আতাই দুমাশেভের দুই গোলেই জয় পায় কিরগিজ ক্লাব। মারুফুলের দলকে এখন এ ধাক্কা কাটিয়ে ঘরোয়া মৌসুমে সামনে এগোতে হবে।

সংস্কারের পর নতুন রঙে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ অপেক্ষার পর আবারও ক্লাব ফুটবলের ম্যাচ, আর সেটিও এএফসি ক্লাব কাপের প্লে-অফে। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড আর স্বাগতিক আবাহনী। তবে গ্যালারির সিংহভাগই শূন্য যেন ইতিহাসের সাক্ষী হতে আসা দর্শক কম, কিন্তু যারা এসেছেন অধিকাংশই হোম টিম জার্সি গায়ে প্রেরণা জুগিয়েছেন।

বিগ ম্যাচে আবাহনীর একাদশে একমাত্র বিদেশি সোলেমান দিয়াবাতে। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে মুরাস। প্রথম দিকে একের পর এক আক্রমণে পরীক্ষা দিতে হয় গোলকিপার মিতুলকে, যিনি দারুণ সেভে দলকে বাঁচিয়ে রাখেন।

এরপর পাল্টা চেষ্টায় নামে আবাহনী। শাকিল ও মোরছালিনের জুটি থেমে যায় প্রতিপক্ষের রক্ষণে, দিয়াবাতের একক প্রচেষ্টাও অল্পের জন্য ব্যর্থ হয়। আল আমিনও বক্সে ঢুকে গোলের দেখা পাননি, তবে আল আমিন-দিয়াবাতে-ইব্রাহিমের দ্রুত কাউন্টার অ্যাটাকে জাগে কিছুটা আশা। মোরছালিনের দূরপাল্লার শটও গোলের পথে বাধা পায়। বিরতির আগ পর্যন্ত মুরাসের চেষ্টাও ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই বাতসুলার ক্রসে আতাইয়ের নিখুঁত হেডে এগিয়ে যায় মুরাস ইউনাইটেড। আবাহনী আক্রমণের চেষ্টা চালালেও গোলের মুখ খোলে না। শেষ মুহূর্তে আবারো আতাই দুমাশেভের শটেই নিশ্চিত হয় ২-০ গোলের হার। সংস্কারের পর ঘরের মাঠে প্রথম ম্যাচে স্বপ্নভঙ্গ আবাহনীর।

তীব্র গরম উপেক্ষা করে প্রতিপক্ষের মাঠে জয়ের পর দলের খেলোয়াড় দের প্রশংসায় ভাসিয়েছেন মুরস ইউনাইটেড কোচ। অন্যদিকে প্রেস কনফারেন্স এ মারুফুলের যেন অসহায় আত্মসমর্পণ।

মুরস ইউনাইটেড কোচ বলেন, ‘আমাদের ডাগ আউটে বসে থাকতেও কষ্ট হচ্ছিলো সেখানে আমার খেলোয়াড়রা যেভাবে খেলেছে আমি গর্বিত। ক্লাব ইতিহাসের প্রথম এএফসি ম্যাচ জয়ের লক্ষ্যে এসেছিলাম, তা নিয়ে ফিরতে পারছি বলে পুরোপুরি সন্তুষ্ট।’

আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে নামতে হয়েছিল মাত্র এক বিদেশি খেলোয়াড় নিয়ে যা এমন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে লড়াইটা করে তুলেছে অনেক কঠিন। তবে এই ধাক্কা কাটিয়ে উঠতে হবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য।

সেজু