আইএল টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন মুস্তাফিজ

পেসার মুস্তাফিজুর রহমান
ক্রিকেট
এখন মাঠে
0

আরও একবার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন তিনি। আইএল টি-টোয়েন্টি লিগের দল দুবাই ক্যাপিটালস পরের আসরকে সামনে রেখে মুস্তাফিজকে দলে নিয়েছে।

ইংলিশ পেসার লুক উড ছিটকে যাওয়ার পর দুবাই ফ্র্যাঞ্চাইজি দ্বারস্থ হয়েছে মুস্তাফিজের। ফ্র্যাঞ্চাইজিটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার কথা জানিয়েছে।

আরব আমিরাতের আন্তর্জাতিক ভেন্যুগুলোতে এবার তাই দেখা যাবে মুস্তাফিজকে। আগামী ৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির পরের আসরের ড্রাফট। তার আগেই সরাসরি চুক্তিতে দল পেলেন মুস্তাফিজুর রহমান।

চলতি বছরের ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে এবারের আসর। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

সেজু