এশিয়া কাপে ভারতের স্কোয়াড নিয়ে চুলচেরা বিশ্লেষণ, বিসিসিআইয়ে দীর্ঘ বৈঠক

বিসিসিআইয়ের লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপের ভারত দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিরোপার মূল দাবিদার ভারত তাদের চূড়ান্ত স্কোয়াডে কাদের রাখছে, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কার্যালয়ে হয়েছে দীর্ঘ বৈঠক।

ভারতের গণমাধ্যম বলছে, বেশ খানিকটা চমক রেখেই দল ঘোষণা করতে পারে অজিত আগারকারের নির্বাচক প্যানেল। বিশেষ করে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্মের পরেও শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজকে দলে নাও দেখা যেতে পারে।

আরও পড়ুন:

আরেক নিয়মিত পারফর্মার ইয়াসাসভি জাইসালকে নিয়েও আছে টানাপড়েন। সম্ভাবনা বেড়েছে আলোচিত কিশোর বৈভব সুরিয়াবংশীকে নিয়ে। 

যদিও ইনফর্ম ব্যাটারদের প্রায় সকলেই এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারেন, এমন আভাস মিলেছে ভারতের গণমাধ্যমে। এছাড়া ইনজুরিপ্রবণ জাসপ্রিত বুমরাহকেও শেষ পর্যন্ত দেখা যেতে পারে এশিয়া কাপের স্কোয়াডে।

এসএইচ