মূলত ক্রিকেটারদের সঙ্গে মিট অ্যান্ড গ্রেট সেশনের আলোকেই হবে এ বৈঠক। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরদিনই বসেছেন বৈঠকে।
ক্রিকেটারদের সুযোগ-সুবিধা এবং এশিয়া কাপের আগে দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনাই বৈঠকের বড় উদ্দেশ্য।
তবে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা তাইজুল ইসলাম এবং মুশফিকুর রহিমও উপস্থিত আছেন বৈঠকে।
এ বৈঠকের পরেই জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাবেন সিলেটে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন ফিল সিমন্স শিষ্যরা।