মূলত ক্রিকেটারদের লম্বা সময় ফিটনেস ধরে রাখতে এ পরীক্ষা চালু করছে তারা। ব্রঙ্কো পরীক্ষায় প্রথমে ২০ মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আস্তে হয়। এরপর ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। পরে আবার ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়।
পুরো প্রক্রিয়া হলো এক সেট। এভাবে একবারে ৫ সেট করতে হয়। সব মিলিয়ে ৫ মিনিটে ১ হাজার ২০০ মিটার দৌড়ে এই ৫ সেট সম্পন্ন করতে হয়।
আরও পড়ুন:
ভারতীয় ফিটনেস কোচ লেরুর ভাবনা থেকে আসে ব্রঙ্কো টেস্ট। এটি মূলত বোলার ও ফিল্ডারদের অ্যাক্যুরেসি, শার্পনেস, রান-আপ ও ফলো থ্রুতে প্রভাব রাখবে।