ফিরেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিন বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। এ ছাড়া প্রায় দুই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান।
মিরাজ ছাড়া এশিয়া কাপের দলে নেই ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'রও। এশিয়া কাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন মিরাজ। এছাড়া তালিকায় রয়েছেন– সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।