আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন
ক্রিকেট
এখন মাঠে
0

নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে অবসর নিয়েছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে আইপিএল অধ্যায়কে বিদায় জানান তিনি।

তবে আইপিএল অধ্যায়কে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন অশ্বিন। মূলত বিশ্বের অন্যান্য দেশের লিগে খেলার সুযোগ করে নিতেই আইপিএল থেকে তার অবসরের সিদ্ধান্ত।

আরও পড়ুন:

বিশ্বের সবচেয়ে নামি এই ফ্র্যাঞ্চাইজ লিগে ১৮৭ উইকেট শিকার করেছেন অশ্বিন। আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ৫ম স্থানে। ২০১০ এবং ২০১১ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন এই স্পিনিং অলরাউন্ডার।

চেন্নাই ছাড়াও খেলেছেন ভিন্ন ভিন্ন আরও ৬ ফ্র্যাঞ্চাইজির হয়ে।

সেজু