অসুস্থ শুভমান গিল, খেলা হচ্ছে না দিলীপ ট্রফি

শুভমান গিল
ক্রিকেট
এখন মাঠে
0

অসুস্থতার জন্য ২০২৫-২৬ মৌসুমের দিলীপ ট্রফিতে খেলা হচ্ছে না শুভমান গিলের। অন্যদিকে কুঁচকির চোটের কারণে সেন্ট্রাল জোনের অধিনায়ক ধ্রুব জুরেলও ছিটকে গেছেন খেলা থেকে।

উত্তর অঞ্চলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন গিল। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহেই বেঙ্গালুরু আসবেন তিনি এরপর এশিয়া কাপে খেলার জন্য আবুধাবির উদ্দেশে রওনা করবেন।

গিলের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন হরিয়ানার টপ অর্ডার ব্যাটার অঙ্কিত কুমার এবং তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শুভাম রোহিলা।

অন্যদিকে সেন্ট্রাল জোনের জুরেলের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-অধিনায়ক রজত পাতিদার। খলিল আহমেদ, দীপক চাহার ও কুলদীব যাদব খেলছেন কেন্দ্রীয় একাদশে।

এসএস