নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ আজ

ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেটাররা
ক্রিকেট
এখন মাঠে
0

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ডাচদের হারিয়ে হোয়াইটওয়াশ করতে চাইবে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডস চাইবে অন্তত একটি ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায়।

প্রথমে শ্রীলংকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়। এরপর নিজেদের কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়া। এবার এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় করে তিনে তিন লিটন দাসের দলের। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে যেন বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে সবাই। টাইগারদের সামনে এবার সুযোগ নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার।

নেদারল্যান্ডস তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় প্রথম ম্যাচ দুটিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত না নেয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নানান মহলে। বিসিবি সভাপতি অবশ্য তেমনটা দেখছেন না।

আরও পড়ুন:

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এশিয়া কাপ এবং ২০২৬ এ গিয়ে আমাদের বিশ্বকাপ হবে। সেটার একটা অন গোয়িং ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। ব্যাটিং বোলিং সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের ওপরে। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। এখানে এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। আমরা বাইরে থেকে আমরা জানি না টিম প্ল্যান। কিন্তু বাইরে থেকে যা মনে হয় কোনো ইন্সট্রাকশন সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক এবং তারা ক্রমবর্ধমান ভাবে উন্নতি করুক।’

এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হওয়ায় আগের দুই ম্যাচেও একাদশে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এরইমধ্যে সিরিজ জয় করে নেয়ায় তৃতীয় ম্যাচেও একাদশে আসতে পারে পরিবর্তন।

স্কোয়াডে থাকা সাইফউদ্দিন-সোহানরাও পেতে পারেন সুযোগ। দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা ডাচরা চাইবে শেষ ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সফর শেষ করতে।

ইএ