অবসর ভেঙে ক্রিকেটে ফিরলেন রস টেইলর

রস টেইলর
ক্রিকেট
এখন মাঠে
0

তিন বছর পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার রস টেইলর। তিনি সামোয়ার হয়ে খেলবেন এশিয়া-পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।

ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র সামোয়া আগামী অক্টোবরে ওমানে হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে। 

আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) তাদের স্কোয়াডে বড় চমক রস টেইলরের নাম। ৪১ বছর বয়সী এ তারকার সঙ্গে সামোয়ার সম্পর্কটা তার মায়ের সূত্রে।

আরও পড়ুন:

মায়ের সূত্রে সামোয়ান পাসপোর্টধারী টেইলর নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার পর তিন বছরের ‘কুলিং-অফ’ সময় পার করেছেন, যা তাকে সামোয়ার হয়ে খেলার যোগ্যতা এনে দিয়েছে। 

২০০৬ থেকে ২০২২ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি। তিন সংস্করণেই টেইলর ছিলেন নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার।

এসএইচ