নারী ক্রিকেট বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে-তে থাকছে না পাকিস্তান

মাঠে পাকিস্তানের দু'জন নারী ক্রিকেটার
ক্রিকেট
এখন মাঠে
0

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান এবং ক্যাপ্টেন্স ডে-তে থাকছে না পাকিস্তান। দেশটির গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক রাজনৈতিক বৈরীতার কারণে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। এর আগে, ভারতও পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে যায়নি।

আরও পড়ুন:

এ জটিলতার কারণে পাকিস্তানের নারী দল আসন্ন বিশ্বকাপে নিজেদের সবক’টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

এবারে নতুন খবর— বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং ক্যাপ্টেন্স ডে’র অনুষ্ঠানেও থাকছে না পাকিস্তান। সরকারের নিষেধাজ্ঞা মেনেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এসএইচ