এশিয়া কাপ: প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে আরব আমিরাত

ভারতের বিপক্ষে মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত
ক্রিকেট
এখন মাঠে
0

শিরোপা ধরে রাখার মিশনে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসর।

শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষ আরব আমিরাতের তুলনায় অনেকটাই এগিয়ে ভারত। সাম্প্রতিক সময়ে আর সব দলই দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রস্তুতি নিলেও ভারত টুর্নামেন্টের আগে নিজেদের অনুশীলন নিয়েই ছিলো ব্যস্ত।

আরও পড়ুন:

অবশ্য সাম্প্রতিক ফর্মটা ভারতকে সঙ্গ দিচ্ছে দারুণভাবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে ২৭ ম্যাচের ২৪টিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। ২০১৬ সালে দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়েও জয় পেয়েছিলো ভারত।

অন্যদিকে, প্রতিপক্ষ আরব আমিরাত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা দিয়েই চ্যালেঞ্জ জানাতে চায় টিম ইন্ডিয়াকে।

এফএস