ফিল সলটের ৬০ বলে ১৪১ ও জস বাটলারের ৩০ বলে ৮৩ রানে মাত্র ১২ দশমিক ২ ওভারেই ২০০ পার করে ইংলিশরা। শেষ দিকে বেথেলের ১৪ বলে ২৬ ও ব্রুকের ২১ বলে ৪১ রানের ক্যামিও ইনিংসে ৩০৪ রানের রেকর্ড গড়ে ইংলিশরা।
প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে দ্রুততম মাত্র ৩৯ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন সল্ট। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলার ছিলেন কাগিসো রাবাদা। ৪ ওভারে দিয়েছেন ৭০ রান।