ক্রিকেট বিশ্বে ক্রিকেট দ্বৈরথ! ব্যাট-বলে বাইশ গজের খেলায় দ্বৈরথ শব্দটা আসলেই অবধারিত ভাবেই থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেট প্রেমীরা ভালোবেসে তাই ভারত-পাকিস্তান ম্যাচের নাম দিয়েছেন ক্রিকেট এল-ক্লাসিকো। হোক সেটা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বৈশ্বিক আসর।
অবশ্য রাজনৈতিক টানপোড়েনে প্রায় এক যুগ ধরে বন্ধ দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। তাই পাখির চোখ করে থাকতে হয় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো মেগা আসরে। যেখানে উত্তেজনা-উন্মাদনার পাশাপাশি নিয়মিত হয়েছে উৎকণ্ঠা-অনিশ্চয়তাও। মাঠে গড়ানোর আগ পর্যন্ত আগ পর্যন্ত থাকে ম্যাচ বাতিলের শঙ্কা-নাটকীয়তা।
তবে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আরও একবার এশিয়া কাপে পরস্পরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশ। সময়ের পরিক্রমায় আবেদন কমলেও সন্দেহাতীতভাবেই টুর্নামেন্টের সবচেয়ে হাই-প্রোফাইল ম্যাচ। ওয়ানডে পরিসংখ্যানে এখনো ঢের এগিয়ে পাকিস্তান। কিন্তু টি-টোয়েন্টিতে ১৩ বারের দেখায় তিন-চতুর্থাংশ ম্যাচ জিতেছে ভারত। প্রতিবেশী দেশের ৯ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনটি। আর ড্র হওয়া ম্যাচটিও ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী। বল আউটে যেখানে জয় পেয়েছিলো ভারত।
আরও পড়ুন:
এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট তিনবারের লড়াইয়ে দুইবারই প্রতিপক্ষকে হারিয়েছে ভারত। তবে ২০২২ সালের সুপার ফোর ক্ল্যাশে সবশেষ ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
আরেকটি ক্রিকেট এল ক্লাসিকো যখন মাঠে গড়ানোর অপেক্ষায় তখন অবশ্য ক্রিকেট প্রেমীরা টুর্নামেন্টে প্ল্যাকার্ড হয়ে থাকবে রোহিত-কোহলি, বাবর-রিজওয়ানরা। দু’দলেই নতুন মুখের ছড়াছড়ি। অভিষেক শর্মা-সাইম আইয়ুবরা আইপিএল-পিএসএল মাতালেও এবারই প্রথম ভারত-পাকিস্তান দ্বৈরথে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন। তবে হার্দিক-বুমরাহদের বিপরীতে শাহিন আফ্রিদি-নওয়াজরা আছেন অভিজ্ঞদের তালিকায়।
অবশ্য ম্যাচের আগেই উত্তাপ ছড়াচ্ছে আইপিএল-পিএসএলর দুই কিংস ক্লাব করাচি ও পাঞ্জাব। সোশ্যাল মিডিয়া পোস্টে ম্যাচ নিয়ে শুভ কামনা জানাতে কৌশলের আশ্রয় নিয়েছে দুই দেশের দুই জনপ্রিয় ক্লাব। প্রতিপক্ষের জায়গায় শূন্যস্থান রেখেছে পাঞ্জাব আর করাচি কিংসের পোস্টোরে সুরিয়ার ছবি আঁধারে ঢাকা।
সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়লেও ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই হট কেক। শুধুই একটা ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা আনপ্রেডিক্টেবল এ ম্যাচে অবশ্য ম্যাচ জয়ের পাশাপাশি দুই দলের লড়াইয়ে পুরনো ঝাঁজ ফেরানোর চ্যালেঞ্জও থাকবে সুরিয়াকুমার-সালমান আঘাদের ওপর। ক্রিকেটপ্রেমীরাও নিশ্চয় জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচের পরতে পরতে রোমাঞ্চ দেখার অপেক্ষাতেই থাকবেন।