ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে পত্র

অ্যান্ডি পাইক্রফট
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপের ভারত ও পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এসিসি চেয়ারম্যান মহসিক নাকভি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, ভারত ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে হাত না মিলিয়ে ক্রিকেটীয় চেতনার বিঘ্ন ঘটিয়েছে। তবে এ বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

আরও পড়ুন:

পিসিবির ভাষ্য, পাইক্রফটের এমন আচরণ আইসিসি এবং ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির নিয়মের লঙ্ঘন করেছে।

সেজন্য জরুরি ভিত্তিতে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে অপসারণের এমন দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এসএস