নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল
ক্রিকেট
এখন মাঠে
0

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান দল বিষয়টি নিশ্চিত করেছে।

নেটে বল করার সময় মিচেল ওউনের সোজা শটে ডান কব্জি ভেঙে যায় তার। এরইমধ্যে ম্যাক্সওয়েলকে দেশে পাঠানো হয়েছে। কয়েকদিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন তিনি। অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম আশা করছে দ্রুতই সেরে উঠবেন এ অলরাউন্ডার।

আরও পড়ুন:

তবে ২৯ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাক্সওয়েলের খেলা অনিশ্চিত। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিগ ব্যাশ দিয়ে ফিরবেন তিনি। ম্যাক্সওয়েলের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন সিডনি সিক্সার ও নিউ সাউথ ওয়েলসের উইকেট কিপার ব্যাটার জশ ফিলিপ।

এফএস