১২ দল নিয়েই ট্রফি উন্মোচন, বিরোধে অনিশ্চয়তায় ৯০০ ক্রিকেটারের ভবিষ্যৎ

বিদ্রোহী ক্লাবগুলোর সংবাদ সম্মেলন
ক্রিকেট
এখন মাঠে
0

২০ দলের মাঝে মোটে ১২ দল নিয়েই ঢাকা প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন করেছে সিসিডিএম। একইসময়ে বিসিবিতে বৈঠক করেছেন বিদ্রোহী ক্লাবগুলোর ক্রিকেটাররা। তবে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে স্থির থাকায় অনেকটাই ঝুলে আছে ঢাকাই ক্রিকেটের প্রায় নয়শো ক্রিকেটারের ভাগ্য।

একদিকে চলছে ট্রফি উন্মোচন। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ১২ দলের অধিনায়ক ছবি তুলেছেন হাসিমুখে। ঠিক অন্যদিকেই বিমর্ষ মুখে অনিশ্চয়তায় থাকা ক্রিকেটাররা। ক্লাবগুলোর বিদ্রোহের ফলে তাদের খেলা হচ্ছে না আজ (রোববার, ১৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ আসরে।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই বিপরীতমুখী চিত্র ছিল পুরো দিন জুড়েই। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর নাগাদ স্মারকলিপি জমা দিতে আসেন ঢাকাই ক্রিকেটের তিন স্তরের ক্রিকেটাররা। ৪ দফা দাবিতে বিসিবি কার্যালয়ে হাজির হন এসব ক্রিকেটার।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ক্রিকেটার আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘প্রথম দাবি অপরিবর্তনহীন সময়সূচি প্রদান করার জন্য, ক্লাব ও বিসিবির মধ্য দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো যেন নেয়া হয়।

তিনি বলেন, দ্বিতীয়ত ক্রিক্রেটারদের নিরাপত্তা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লিগ পরিচালনায় একটি স্থিতিশীল ও পেশাদার কাঠামো বজায় রাখার জন্য ঢাকা লিগ ২০ দল নিয়ে না গড়াতে পারলে, ২০ দলের সব খেলোয়াড়দের নিয়ে ভালো অর্থ অনুদান করে ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট করতে হবে। সেটি প্রথম বিভাগ না শুধু, দ্বিতীয় বিভাগেরও, তৃতীয় বিভাগেরও। চার নম্বর দাবি হলো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নে যে ম্যাচ ফি দেয়া হয়, সেটি খুবই নিম্নমানের। সেটিকে যেন একটি ভালো মানে নিয়ে যাওয়া হয়।’

আরও পড়ুন:

তবে গেট না খুললেও একপর্যায়ে ক্রিকেটারদের একটি প্রতিনিধি দলকে ভেতরে ডেকে নেয়া হয়। আলোচনা হয় সম্ভাব্য সমাধান নিয়ে।

ক্রিকেটার আসাদুজ্জামান প্রিন্স আরও বলেন, ‘তারা আমাদের ইনস্ট্যান্ট কমিটমেন্ট দিতে পারছেন না। এটা ওনারা নিজ দায়িত্বে বলতে চাচ্ছেন না। তবে তারা বলতে চাচ্ছেন ১২টি দল আসতে চাচ্ছে, আমরা কোনোভাবেই মানা করতে পারি না। আমরা এটি করবো তবে আট দলের জন্য সেরা চেষ্টা থাকবে ফ্র্যাঞ্চাইজির। প্রেসিডেন্ট আসলে তারা আমাদের এ কথাগুলো তুলবের। পরে আরও কী সলিউশন আসে আমাদের দ্রুত তারা ইনফর্ম করবেন।’

তবে এমন মিশ্র পরিবেশের মাঝেও লিগ শুরু করে স্বস্তিতে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। জানালেন, বোর্ডের কাছে ক্লাবগুলোর দেয়া চিঠি পাননি তিনি।

সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, ‘আমি এখনও আশাবাদী। হয়তো আসতে পারে। তারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেন নাই। উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ডকে। ৪৬টি ক্লাবের সিগনেচার করা আছে।’

নির্ধারিত সূচি পরিবর্তন করে প্রথম বিভাগ দিয়ে শুরু হচ্ছে ঢাকাই ক্রিকেটের এবারের মৌসুম। নিজেদের অবস্থানে অনড় ক্লাব এবং বিসিবি দুই পক্ষই। তবে, সব জটিলতা শেষে বিদ্রোহী ক্লাবের ক্রিকেটাররা কবে মাঠে ফিরবেন সেই উত্তরও আসেনি কোনো পক্ষ থেকে।

এফএস