বিগ ব্যাশে এক ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটের একাধিক নজিরবিহীন কীর্তি

জ্যাক ওয়াইল্ডারমাথ
ক্রিকেট
এখন মাঠে
0

পার্থ স্কচার্সের দেয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করে বিগ ব্যাশের সর্বোচ্চ রান চেজের রেকর্ড গড়েছে স্বাগতিক ব্রিজবেন হিট। ২৫ হাজার দর্শকের সামনে গ্যাবায় পাওয়ার হিটিংয়ের অবিশ্বাস্য প্রদর্শনীতে রেকর্ড গড়া জয় পেয়েছে তারা। এ ম্যাচেই হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের একাধিক নজিরবিহীন কীর্তি। এক ম্যাচে দুটি সেঞ্চুরি, রানের পাহাড় আর ছক্কার বৃষ্টি সব মিলিয়ে গ্যাবার ঐতিহাসিক রাত।

গ্যাবায় গতকাল (শুক্রবার, ২০ ডিসেম্বর) রাতটা ছিল ইতিহাসের। ২৫ হাজার দর্শকের সামনে পাওয়ার হিটিংয়ের এক অবিশ্বাস্য প্রদর্শনীতে বিগ ব্যাশ লিগে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে ব্রিজবেন হিট।

পার্থ স্কচার্সের দেয়া বিশাল ২৫৮ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে আট উইকেটে তাড়া করে ফেলে স্বাগতিকরা। এটি বিগ ব্যাশের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এছাড়া বিশ ওভারের ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ সফল রান চেজ।

এ ঐতিহাসিক জয়ের নায়ক যাক জ্যাক ওয়াইল্ডারমাথ ও ম্যাট রেনশ। ওপেনার ওয়াইল্ডারমাথ খেলেন ৫৪ বলে অপরাজিত ১১০ রানের বিধ্বংসী ইনিংস। আর তিন নম্বরে নেমে ম্যাট রেনশ করেন ৫১ বলে ১০২ রান।

আরও পড়ুন:

রান তাড়ায় এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি এই প্রথম। বিগ ব্যাশও প্রথমবারের মতো সাক্ষী হলো এক ম্যাচে দুটি সেঞ্চুরির।

দ্বিতীয় উইকেটে দুজনের ২১২ রানের জুটি বিগ ব্যাশ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি।

রানের উৎসবে দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৩৬টি ছক্কা। বিগ ব্যাশে এক ম্যাচে যা সর্বোচ্চ। মোট ৫১৫ রান হয়েছে এই ম্যাচে, যা ব্রিজবেন হিট ও পার্থ স্কচার্সের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ।

সব মিলিয়ে, গ্যাবার এ ম্যাচ শুধু একটি ম্যাচ নয় বরং এটি বিগ ব্যাশ ও বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচ।

এসএস