বিপিএলের উদ্বোধন সিলেটে, ম্যাচের সময়সূচীতে পরিবর্তনসহ অনুষ্ঠানে পারফর্ম করবে যারা

বিপিএল ২০২৫
ক্রিকেট
এখন মাঠে
0

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2025) শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। নিরাপত্তার কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল হলেও ক্রিকেটপ্রেমীদের হতাশ করছে না বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছোট পরিসরে হলেও আয়োজিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী (শুক্রবার, ২৬ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই বর্ণাঢ্য আয়োজন থাকবে।

একনজরে: বিপিএল ২০২৫ উদ্বোধনী ও সূচী আপডেট

  • উদ্বোধনী অনুষ্ঠান: নিরাপত্তাজনিত কারণে ঢাকায় জমকালো আয়োজন বাতিল হলেও ২৬ ডিসেম্বর সিলেটে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
  • সাংস্কৃতিক আয়োজন: ম্যাচ শুরুর আগে ও দুই ইনিংসের বিরতিতে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর (যেমন: জেমস, ওয়ারফেজ, আর্টসেল) পারফর্ম করার কথা রয়েছে।
  • উদ্বোধনী দিনের নতুন সময়:
  • ১ম ম্যাচ: দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বেলা ৩টায় (সিলেট টাইটানস বনাম রাজশাহী ওয়ারিয়র্স)।
  • ২য় ম্যাচ: শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস)।
  • টিকিট প্রাপ্তি: সব টিকিট কেবল অনলাইনে (www.gobcbticket.com.bd) পাওয়া যাবে। কোনো ফিজিক্যাল কাউন্টার থাকবে না।
  • টিকিটের দাম (সিলেট পর্ব):
  • সর্বনিম্ন: ২০০ টাকা (শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি)।
  • মাঝারি: ২৫০ টাকা থেকে ৬০০ টাকা (শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও ক্লাব হাউজ)।
  • সর্বোচ্চ: ২,০০০ টাকা (গ্র্যান্ড স্ট্যান্ড)।
  • টুর্নামেন্টের ভেন্যু: সিলেট (২৬ ডিসেম্বর - ২ জানুয়ারি), চট্টগ্রাম (৫ জানুয়ারি - ১২ জানুয়ারি) এবং ঢাকা (১৫ জানুয়ারি থেকে শুরু)।
  • ফাইনাল: ২৩ জানুয়ারি, ২০২৬ (মিরপুর, ঢাকা)।

আরও পড়ুন:

ম্যাচ সূচীতে বড় পরিবর্তন (BPL Match Schedule Update)

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম দিনের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও, তা পিছিয়ে বেলা ৩টায় (New Match Time) নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। এছাড়া দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে রাত ৭টা ৪৫ মিনিটে (Second Match Time), যেখানে নোয়াখালী এক্সপ্রেস লড়বে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।

সাংস্কৃতিক আয়োজন ও ভেন্যু পরিকল্পনা

বিসিবি সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে দেশের বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড (Popular Band Performance)। এবারের আসরটি সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব চলবে ২ জানুয়ারি পর্যন্ত, চট্টগ্রাম পর্ব ৫ থেকে ১২ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল (BPL 2026 Final) অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

বিপিএল ট্রফি |ছবি: সংগৃহীত

টিকেটের দাম (BPL Ticket Price)

সিলেট পর্বের টিকেটের দাম আজ ঘোষণা করেছে বিসিবি। গ্যালারি ভেদে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা (Minimum Ticket Price) এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২,০০০ টাকা (Maximum Ticket Price)।

আরও পড়ুন:

বিপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া সম্ভাব্য ব্যান্ডগুলোর তালিকা

বিসিবি এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে। যেহেতু অনুষ্ঠানটি 'স্বল্প পরিসরে' হচ্ছে, তাই মূলত মঞ্চ কাঁপাতে দেখা যাবে:

  • নগর বাউল জেমস (Nagar Baul James)
  • ওয়ারফেজ (Warfaze)
  • আর্টসেল (Artcell)
  • চিরকুট (Chirkutt)
  • অ্যাভয়েডরাফা

নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পরিবর্তে এই আয়োজনটি সিলেটে সরিয়ে নেওয়া হয়েছে।

সিলেট পর্ব শেষ হবে ২ জানুয়ারি। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব এবং ১৫ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল (BPL 2026 Final) হবে ২৩ জানুয়ারি।

আরও পড়ুন:

এসআর