আসন্ন বক্সিং ডে টেস্টে প্যাট কামিন্স মেলবোর্নে বিশ্রাম নেবেন, তাই তার জায়গায় পেস বোলিংয়ে নতুন খেলোয়াড় খোঁজা হচ্ছে। জাই রিচার্ডসন কাঁধের অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন এবং ভারতের বিরুদ্ধে গত বছর খেলার পর এবার আবার অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
নাথান লায়নও চোটের কারণে খেলতে পারছেন না, তাই টড মারে হতে পারেন সম্ভাব্য বিকল্প। কামিন্সের অনুপস্থিতিতে স্টিভেন স্মিথ পুনরায় অধিনায়ক হবেন, আর উসমান খাজা ভালো পারফরমেন্সের কারণে টিমে থাকতে পারেন।





