ভেন্যু জটিলতা নিয়ে আইসিসির সঙ্গে প্রথমবার বৈঠকে বসে বিসিবি। যদিও ভার্চুয়াল সভায় আসেনি কোনো সমাধান। ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ আবারও দাবি জানিয়েছে বিকল্প ভেন্যুর। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তুলে ধরেছে পূর্বনির্ধারিত সূচিসহ আনুষঙ্গিক জটিলতার কথা।
বৈঠক শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানালেন দুই পক্ষের আলোচনার অগ্রগতি নিয়ে। তিনি বলেন, ‘আমরা যে অবস্থান নিয়ে সে জায়গায় আমরা ঠিক আছি। আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে আমরা ইন্ডিয়াতে যাব না।’
আরও পড়ুন:
তবে বিসিবি ও আইসিসির আলোচনার প্রশ্নে সবচেয়ে বড় বাধা সময়স্বল্পতা। বোর্ডের এ পরিচালকের প্রত্যাশা দ্রুতই আসবে সমাধান।
বিসিবির সহ-সভাপতি বলেন, ‘আর আলোচনা তো মাত্র শুরু হলো দেখি কী হয়, তবে আমরা আমাদের অবস্থা সুদৃঢ় আছি। সময় কমের বিষয়টা ওরাও জানে আশা করছি খুব দ্রুত ব্যবস্থা হবে।’
তবে বৈঠকে আইসিসিকে ইতিবাচক মনে হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এ পরিচালক। বাংলাদেশ আশা করছে, শ্রীলঙ্কার মাটিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন লিটন দাসরা।





