টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিসা জটিলতা: আদিল–রেহান কি মুসলিম পরিচয়ের কারণেই বঞ্চিত?

আদিল রশিদ ও রেহান আহমেদ
ক্রিকেট
এখন মাঠে
0

আদিল রশিদ ও রেহান আহমেদ দু’জনেই ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ভিসা জটিলতায় প্রশ্ন উঠছে একটাই, তারা কি মুসলিম বলেই ভিসা পাননি?

আমেরিকার পর এবার ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পড়লো ইংল্যান্ড। দলের দুই পাক বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদের ভারতীয় ভিসা এখনও মঞ্জুর হয়নি।

ইসিবি সূত্রমতে, ভারতে সরকারিভাবে ভিসা আবেদনে নীতিগত কোনো আপত্তি নেই। তবু বাস্তবতা হলো ইংল্যান্ড দলের এ দুই পাক বংশোদ্ভূত, মুসলিম ক্রিকেটার এখনও ভিসার অপেক্ষায়!

এ পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দ্বারস্থ হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্রুত ভিসা মঞ্জুরির আশায় সরকারিভাবে আবেদন জানানো হয়েছে।

এটা কি কেবল প্রশাসনিক জটিলতা? নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন?

আরও পড়ুন:

এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালে শোয়েব বশির ভিসা পাননি, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে মাত্র দু’দিনের ভিসায় ভারতে ঢুকেছিলেন রেহান আহমেদ। এবার একই পরিস্থিতি বিশ্বকাপের আগেও।

শুধু ইংল্যান্ড নয় যুক্তরাষ্ট্র দলের চার পাক বংশোদ্ভূত ক্রিকেটারও এখনও ভিসা পাননি। প্রশ্ন তাই আরও জোরালো এটা কি কাকতালীয়, নাকি একটি ধারাবাহিক সমস্যা?

ভারতের ভিসা প্রক্রিয়ায় নিরাপত্তা যাচাই, নাগরিকত্বের ইতিহাস ও ভ্রমণ রেকর্ড বড় ভূমিকা রাখে। নিয়ম অনুযায়ী ধর্মের ভিত্তিতে সরাসরি সিদ্ধান্ত নেয়ার প্রথা নেই।

তবুও, যখন একই ধরনের সমস্যায় বারবার পড়ছেন মুসলিম ও পাক বংশোদ্ভূত ক্রিকেটাররা, তখন প্রশ্নবিদ্ধ পুরো প্রক্রিয়া।

আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা জটিলতা তাই শুধু ক্রিকেটের খবর নয়, এটা এখন প্রশ্ন তুলছে খেলাধুলা, রাজনীতি আর বৈশ্বিক কূটনীতির সংযোগ নিয়েও।

এফএস