পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা (BPL Points Table 2026)
লিগ পর্ব শেষে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চট্টগ্রাম রয়্যালস (Chittagong Royals)। নেট রান রেটে পিছিয়ে থাকায় ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রংপুর রাইডার্স (Rangpur Riders) এবং ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে সিলেট টাইটান্স (Sylhet Titans)।
দলে নাম ম্যাচ খেলেছে পয়েন্ট অবস্থান রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors) ১০ ১৬ শীর্ষে চট্টগ্রাম রয়্যালস (Chittagong Royals) ১০ ১২ দ্বিতীয় রংপুর রাইডার্স (Rangpur Riders) ১১ ১২ তৃতীয় সিলেট টাইটান্স (Sylhet Titans) ১০ ১০ চারে
আরও পড়ুন:
প্লে-অফের লড়াই যেভাবে (Eliminator & Qualifiers)
নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে (First Qualifier) মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল রাজশাহী ও চট্টগ্রাম। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে, এলিমিনেটর (Eliminator) ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। এলিমিনেটরের পরাজিত দল বিদায় নেবে এবং জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।
একনজরে বিপিএল প্লে-অফের সময়সূচী (BPL Play-off Schedule 2026)
তারিখ (Date) ম্যাচ (Match) দল (Teams) সময় (Time) ২০ জানুয়ারি এলিমিনেটর রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স দুপুর ১:০০ টা ২০ জানুয়ারি ১ম কোয়ালিফায়ার রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস সন্ধ্যা ৬:০০ টা ২১ জানুয়ারি ২য় কোয়ালিফায়ার ১ম কোয়ালিফায়ার হারু দল বনাম এলিমিনেটর জয়ী সন্ধ্যা ৬:০০ টা ২৩ জানুয়ারি ফাইনাল (Final) ১ম ও ২য় কোয়ালিফায়ার জয়ী সন্ধ্যা ৬:০০ টা
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: শীর্ষ ৫ রান সংগ্রাহক (Top 5 Run Scorers)
বিপিএল ২০২৬-এর লিগ পর্ব শেষ হওয়ার পর বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারিদের তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকায় দেশীয় ক্রিকেটারদের দাপট লক্ষ্যণীয়। এবারের আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত।
খেলোয়াড়ের নাম দল রান ম্যাচ সর্বোচ্চ (ইনিংস) তাওহিদ হৃদয় রংপুর রাইডার্স ৩৭৮ ১০ ১০৯ নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্স ৩২৯ ১০ ১০১ পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্স ৩২৯ ১০ ৬৫ ডেভিড মালান রংপুর রাইডার্স ২৯৬ ৮ ৭৮ অ্যাডাম রসিংটন চট্টগ্রাম রয়্যালস ২৫৮ ৬ ৭৩
আরও পড়ুন:
বিপিএল ২০২৬: শীর্ষ ৫ উইকেট শিকারি (Top 5 Wicket Takers)
বোলিংয়ে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া তরুণ রিপন মন্ডলও চমক দেখিয়েছেন।
খেলোয়াড়ের নাম দল উইকেট ম্যাচ সেরা বোলিং শরিফুল ইসলাম চট্টগ্রাম রয়্যালস ২৩ ১০ ৫/৯ রিপন মন্ডল রাজশাহী ওয়ারিয়র্স ১৭ ৭ ৪/১৩ হাসান মাহমুদ নোয়াখালী এক্সপ্রেস ১৬ ১০ ৪/২৬ নাসুম আহমেদ সিলেট টাইটান্স ১৪ ১০ ৫/৭ মোস্তাফিজুর রহমান রংপুর রাইডার্স ১৪ ৯ ৩/১৮
আরও পড়ুন:





