সময়ের সাথে পাল্লা দিয়ে বয়সটাও বাড়ছে। চেনা রাজ্য ছেড়ে ভিন্ন মহাদেশে। কিন্তু কোনো কিছুতেই তাকে দমানো যে বৃথা চেষ্টা। এমন একজনের কীর্তি গাথা তো শুধু করতালিতে পোষাবে না, তার প্রাপ্য সবকিছুর উপরে।
কয়েকদিন আগেই রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর নিজের নাম লিখিয়েছেন। মায়ামির ইতিহাসে আগে কখনোই ছিল না এই অর্জন। কিন্তু তাদের শিবিরে যে এখন মেসি নামের একজন ফুটবলার আছেন। আর তাই মেসিও নিজের অর্জন সতীর্থ আর দর্শকদের সাথে করলেন উদ্যাপন।
নিজেদের মাঠ ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর ট্রফি নিয়ে প্রিয় সমর্থকদের সামনে হাজির হন মেসি। বাঁধভাঙা উল্লাস আর আতশবাজির আলোকচ্ছটায় সেমিকে বরণ করে নেন সমর্থকরা। আর তাই মেসির কণ্ঠে কৃতজ্ঞতা।
মায়ামিকে ধন্যবাদ দিয়ে মেসি বলেন, ‘মায়ামির সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, কেবল খেলার জন্য নয়, যেভাবে এই শহরের প্রত্যেকে আমাকে, আমার পরিবারকে ভালোবাসা দিয়ে সাদরে গ্রহণ করেছে সেই জন্যে। এই অনুভূতি সবার সাথে ভাগাভাগি করার মজাই আলাদা, কিছুদিন হলো এখানে এসেছি, কিন্তু মনে হচ্ছে কত দীর্ঘ সময় আমি এখানে।‘
এখানেই থামতে চান না বিশ্বজয়ের নায়ক। নিজের একক সাফল্যের সাথে দলকেও এনে দিতে চান আরো অনেক অনেক শিরোপা।