২০২৪ সালে সবচেয়ে বেশি গোল ভিক্টর ইয়োকেরেসের

ফুটবল
এখন মাঠে
0

২০২৪ সালে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল ভিক্টর ইয়োকেরেসের। ২০২৪ সালে স্পোর্টিং লিসবনের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচে গোল করেছেন ৫২টি।

জাতীয় দলে ৭ ম্যাচে গোল করেছেন ১০ গোল। সব মিলিয়ে এবছর ইয়োকেরেসের গোল ৬৩ ম্যাচে ৬২ টি।

এমনকি দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হ্যালান্ড ও পিছিয়ে আছেন ১৩ গোলে। ক্লাব ও জাতীয় দলের হয়ে হ্যালান্ডের গোলসংখ্যা ৪৯টি।

এক পঞ্জিকাবর্ষে গোল করার দিক থেকে এই শতকে ইয়োকেরেস আছেন চতুর্থ স্থানে।

সেজু