ঘরের মাঠ এমিরেটসে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আর্সেনাল। মার্টিন জুবিমেন্ডির জোড়া গোলের পাশাপাশি লক্ষ্যভেদ করেছেন স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেশ। তবে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের ইনজুরিটা এ ম্যাচে গানার্সদের জন্য বড় ধাক্কা।
আরও পড়ুন:
লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম। পেপে সার, লুকাস বার্গভিল আর মিকি ভ্যান ডি ভেনের গোলে নিশ্চিত হয় স্পার্সদের জয়। ফুলহ্যাম ১-০ গোলে হারিয়েছে লিডসকে। তবে শেষ মুহূর্তে গোল হজম করে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি।