কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব সমাধান না হলে দেশের ফুটবল ক্ষতিগ্রস্ত হবে

ফুটবল
এখন মাঠে
0

নারী ফুটবলের সংকটকে দেশিয় ফুটবলের জন্য অশনি সংকেত মনে করেন সাবেক ফুটবলাররা। কোচ ও নারী ফুটবলারদের দ্বন্দ্ব দ্রুত সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। এমনটাই অভিমত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও জাহিদ হাসান এমিলির।

বেশ কিছুদিন ধরেই সংকটে দেশের নারী ফুটবল। সাফজয়ী দামাল মেয়েদের সাথে বনিবনা হচ্ছেনা কোচ পিটার বাটলারের। সাবিনাসহ ১৭ নারী ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও এখনো মেলেনি সমাধান।

নারী ফুটবলারদের সাথে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছে প্রধান কোচ পিটার বাটলারের সাথে। আনুষ্ঠানিকভাবে বাফুফে থেকে কোন ঘোষণা না আসায় এখনো ঘোর অমানিশায় নারী ফুটবল।

সাবেক ফুটবলাররা মনে করেন মেয়েদের সমস্যা সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল।

বাংলাদেশ দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘ফুটবল নষ্ট করে দিয়েছে। এইটা আবার আগের জায়গায় আনতে খুব কষ্ট হবে। এইটা খুবই লজ্জাজনক। ওরা যখন ফেল করবে তখন কোচের বদনাম বা সুনাম হবে।’

দেশের ফুটবলে টানা দুইবার সাফের সাফল্য এনে দিয়েছে বাঘিনীরা। মেয়েদেরকে প্রাপ্য সম্মান না দিলে মাঠের ফুটবলে পড়বে প্রভাব। পারফরম্যান্সও হবে সাদামাটা।

আসলাম বলেন, ‘যারা দেশের জন্য সম্মান বয়ে আনছে তাদের জন্য কমফোর্ট জোন না দিলে তাদের তো ভালো পারফরম্যান্স হবে না।’

নারী ফুটবলের অচলাবস্থা দ্রুত নিষ্পত্তির আশা করছেন এমিলি। বাফুফের উচিত ফুটবলার ও কোচের দাবিগুলোকে বিচার বিশ্লেষণ করে দ্রুত সংকট নিরসন করা।

বাংলাদেশ দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমার কাছে মনে হয় এইটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। মেয়েরা যেটা দাবি করছে সেটা কিছুটা যৌক্তিক। এছাড়া কোচ যেটা বলেছে সেটাও আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এই টালমাটাল অবস্থা থেকে বের হয়ে আসার জন্য বাফুফের দ্রুত কিছু একটা সমাধান বের করা।’

১৮ বিদ্রোহী ফুটবলারের চুক্তির ব্যাপারটি এখনো অনিশ্চিত। অথচ ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ। সংগত কারণেই নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দেশের ফুটবল অঙ্গন।

দেশকে পরপর দুবার শিরোপা এনে দেওয়া এই মেয়েদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ভক্তদের আশা সমস্যার সমাধান হলে মাঠের খেলায় বাড়বে ফোকাস, জয় হবে ফুটবলের।

সেজু