প্রথমার্ধ শেষের যোগ করা সময়ে কর্ণার থেকে পাওয়া বলে নাসরকে লিড এনে দেন আলি আল হাসান।
দ্বিতীতার্ধের শুরুতেই সাদিও মানের পাসে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬২ মিনিটে একটি গোল শোধ করে আল হিলাল। তবে ম্যাচের ৮৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিআর সেভেন।
চল্লিশ বছর পেরোনো এই তারকার চলতি মৌসুমে ক্লাব জার্সিতে ৩৪ ম্যাচে গোলসংখ্যা ৩০। সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৪ গোল।
হাজারতম গোলের মাইলফলকের দিকে আরো এগিয়ে গেছেন পর্তুগিজ বরপুত্র। প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৩১ টি।