ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারলো রিয়াল

ফুটবল
এখন মাঠে
0

ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। খেলার ১৩ মিনিটে পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। তার দুর্বল শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

দুই মিনিট পরই দিয়েগো লোপেজের দারুণ এক কর্নার থেকে হেড করে গোল করেন মুকতার দিয়াখাবি। 

১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মডরিচের কর্নার থেকে গোল করেন ভিনি। 

এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে রিয়াল। যোগ করা সময়ের ৫ মিনিটে কপাল পোড়ে লস ব্লাঙ্কোসদের। 

রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গল করেন বদলি খেলোয়াড় উগো দুরো। রাতের আরেক ম্যাচে অনেক সুযোগ নষ্ট করে রিয়াল বেটিসের সাথে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। 

৩০ ম্যাচে ২১ জয় ও ৪ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

সেজু