তাই ইন্টার মিয়ামি-কলম্বাস ম্যাচের ভেন্যু প্রথমে বিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লোয়ার ডট কম ফিল্ডে থাকলেও পরে সেটা হান্টিংটন ব্যাংক ফিল্ডে সরিয়ে নেয়া হয়।
মিয়ামির ১-০ গোলে জয়ের রাতে হান্টিংটনের দর্শক সংখ্যা ছিল ৬০ হাজার ৬১৪ জন। যা এই মাঠের রেকর্ড।
মিয়ামি-কলম্বাস ম্যাচের গোলটি হয় প্রথমার্ধের ত্রিশ মিনিটে। দুর্দান্ত ডাইভিং হেডে গোলটি করেন ইন্টার মিয়ামির বেনহামিন ক্রেমাস্কি। এই জয়ে লিগের একমাত্র অপরাজিত দল এখন মেসির মায়ামি।
আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্র নিয়ে মিয়ামির পয়েন্ট আঠারো। এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ টেবিলে তাদের অবস্থান তিন নম্বরে।