এদিন বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেয় ম্যান ইউ। শুরুটা হয় ৩০ মিনিটে কাসেমিরোকে দিয়ে। এরপর ৩৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। এর ১০ মিনিট পর আবারো ফার্নান্দেজের গোলে ৩-০ তে এগিয়ে যায় রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি অ্যাথলেটিক বিলবাও। আর অন্যদিকে ঘরের মাঠে নরওয়ের ক্লাব গ্লিমটকে ৩-১ গোলে হারায় টটেনহাম হটস্পার্স। এদিন ম্যাচের প্রথম মিনিটেই স্পার্সদের এগিয়ে দেন ব্রেসনান জনসন। এরপর ৩৪ মিনিটে জেমস ম্যাডিসন এবং ৬১ মিনিটে ডমিনিক সোলাঙ্কির গোলে ৩-০ তে এগিয়ে যায় টটেনহাম। আর শেষদিকে গ্লিমটের হয়ে এক গোল পরিশোধ করেন উরিক সল্টনেস।
ফাইনালের ওঠার পথে দুই ইংলিশ ক্লাব এগিয়ে যাওয়ায় আগামী ২২ মে বিলবাওয়ের মাঠ সান মেমেসে দেখা যেতে পারে 'অল ইংল্যান্ড' ফাইনাল।