‘১০ জুন দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরী-শমিত সোমের’

হামজা চৌধুরী (বামে), শমিত সোম (ডানে)
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। আর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিত সোমের। তার সাথে দেশের মাটিতে প্রথমবার খেলতে নামবেন হামজা চৌধুরীও।

জম্মু-কাশ্মীর ইস্যুতে কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তানে অস্থিরতা বিদ্যমান। উৎকণ্ঠাময় পরিবেশের প্রভাব পড়েছে ভারত-পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর ক্রীড়াঙ্গনেও। আফ্রিদি-সৌরভ গাঙ্গুলিরাও দুই দেশের ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে জড়িয়েছেন। তবে সম্প্রতি নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে বাংলাদেশেও।

আগামী ৯ মে থেকে ভারতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে এরইমধ্যে বাংলাদেশের যুব ফুটবল দল ভারতের অরুনাচলে অবস্থান করছে। কুরুক্ষেত্র থেকে অনেকটা দূরে অবস্থান করলেও বাফুফে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে যুব ফুটবল দলের সাথে।

ফাহাদ করিম বলেন, ‘এটা সমস্যা না, আয়োজকরা সব দায়িত্ব নেবেন। কিন্তু আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমরা আশা করি কোনো কিছু হবে না। জিও পলিটিক্যাল ইফেক্ট তো তাকেই, কিন্তু খেলা তো খেলার মতোই চলে।’

দুশ্চিন্তার মধ্যেও দেশের ফুটবলে সুখবর, শমিত সোমের বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো এখন সময়ের ব্যাপার। দ্রুত সময়ের মধ্যে কানাডা প্রবাসী এই ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চমক দেখিয়েছে বাফুফে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে একই সাথে মাঠে নামবেন হামজা চৌধুরী ও শমিত সোম।

ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা শমিত সোমকে পেতে যাচ্ছি। ইনশাআল্লাহ জুনের ১০ তারিখ একটা ঐতিহাসিক দিন হবে। কারণ সেদিন হামজা এবং শমিত সোমের অভিষেক বাংলাদেশের মাটিতে হবে।’

এসএস