বর্তমানে ইউনাইটেডের অবস্থান ১৫তম টটেনহামের ১৬ তম। কিন্তু মৌসুমের শেষে এসে নিজেদেরকে ইউরোপার ফাইনালে পেলো দুই দল। ১ম সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে অ্যাথলেটিক বিলবাউকে ৭-১ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড।
অপর সেমিফাইনালে নাইজেরিয়ান ক্লাব বোডো/গ্লিমটকে ৫-১ গোলে হারিয়েছে টটেনহাম। ২১ মে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ইংলিশ ডার্বি।