কালোবাজারি ঠেকাতে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত বাফুফের

সাবেক ফুটবলারদের সমালোচনা

নতুন রুপে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ফুটবল
এখন মাঠে
0

কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ ৫০ থেকে ৭০ লাখ টাকা আয় করারও পরিকল্পনা আছে ফেডারেশনের, জানালেন সহ-সভাপতি ফাহাদ করিম। তবে অনলাইনে টিকিট বিক্রির সমালোচনা করছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা-শমিতদের ম্যাচটিকে স্মরণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনা আছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলে ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে উঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে হামজা-জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা।

তিনি বলেন, ‘আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের তো অসুবিধা হবেই। যারা অনলাইনে টিকেট কাটত পারবে তারা দেখবে, যারা পারবে না তারা দেখতে পারবে না।’

জাতীয় স্টেডিয়ামের ১৮ হাজার ৩০০ টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারওয়ার টিপু।

তিনি বলেন, ‘ওল্ড টাউনের যারা দোকান বন্ধ করে এসে তাড়াতাড়ি মাঠে ঢুকে তাদের জন্য অনলাইনে একটু ডিফিকাল্ট হবে। তারা হয়ত এটার কারণে বিরক্ত হবে, ঢুকতেই চাবে না। এজন্য অনেক দর্শক আমরা মিস করবো।’

তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহ সভাপতি। সঙ্গে জানালেন, দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে ৫০-৭০ লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘কালোবাজারির একটা সুযোগ থাকে। কিন্তু আপনি যখন অনলাইনে যান তখন আপনার এনআইডি, আপনার ছবি এগুলোর মাধ্যমে টিকেট করবেন। তখন সকলে ফেয়ার ইক্যুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু জায়গায় আমরা হেল্প বুথ রাখবো। খেলার দিনও আমরা বাইরে বিশেষ হেল্প বুথ রাখবো। যাতে টিকেট পেয়ে প্রিন্ট দেয়াসহ অন্য যেকোনো সমস্যায় সহায়তা করা যায়।’

দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটে। ফাহাদ করিম বলেন, ‘আমাদের প্রথম চিন্তা ছিল আমরা ফ্যানদের কীভাবে একটা ভালো অভিজ্ঞতা দেব।’

তবে এখন পর্যন্ত ম্যাচের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে জানান এই সহ-সভাপতি।

এএইচ