যার ফল হিসেবে ১৩ মিনিটেই অধিনায়ক ফয়সালের ডি বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল পায় বাংলাদেশ।
আক্রমণের ধার না কমলেও একাধিক সুযোগ নষ্ট করেন ফরোয়ার্ডরা। ৪৩ মিনিটে কর্নারের বিনিময়ে গোল বাঁচান গোলকিপার মাহিন। বিরতির খানিক আগে ব্যবধান দ্বিগুন করেন রিফাত কাজী।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াতে থাকে মালদ্বীপ। ৫৭ মিনিটেই ব্যবধান কমানোর পনেরো মিনিটের মধ্যেই সমতা ফেরায় তারা।
এরপর আর কোন গোল না হলে ২-২ গোলের ড্র-তেই শেষ হয় ম্যাচ। ১১ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।