মিনেসোটার বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মেসির ইন্টার মায়ামি

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠ অ্যালিয়াঞ্জ ফিল্ডে আক্রমণাত্মক শুরু করে মায়ামি। মিনেসোটার হয়ে ৩২ মিনিটে প্রথম গোল করেন বঙ্গকুহলে লংওয়ানে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন অ্যান্থনি মার্কানিচ।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ব্যবধান কমান লিওনেল মেসি। ব্যক্তিগত কারণে ম্যাচে অনুপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ। তার অভাবটা ভালোভাবেই টের পায় মায়ামি। ৭৪ শতাংশ বল দখলে রাখলেও ফিনিশিং ছিল খুব দুর্বল।

৬৮ মিনিটে স্রোতের বিপরীতে আত্মঘাতী গোল করে বসেন মায়ামির মার্সেলো উইগান্ডট। ৭০ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকেন রবিন লোড।

এই হারে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে মায়ামি। ১১ ম্যাচে ৬ ছয়ে তাদের পয়েন্ট ২১।

সেজু