দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ব্যবধান কমান লিওনেল মেসি। ব্যক্তিগত কারণে ম্যাচে অনুপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ। তার অভাবটা ভালোভাবেই টের পায় মায়ামি। ৭৪ শতাংশ বল দখলে রাখলেও ফিনিশিং ছিল খুব দুর্বল।
৬৮ মিনিটে স্রোতের বিপরীতে আত্মঘাতী গোল করে বসেন মায়ামির মার্সেলো উইগান্ডট। ৭০ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকেন রবিন লোড।
এই হারে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে মায়ামি। ১১ ম্যাচে ৬ ছয়ে তাদের পয়েন্ট ২১।