ম্যাচের শুরুতেই লিভারপুল গোল করে এগিয়ে যায় কিন্তু ব্রাইটন দ্রুতই ম্যাচে সমতা আনে। ব্রাইটনের ইয়াসিন আয়ারি গোল করে দলকে সমতায় ফেরান।
প্রথমার্ধের শেষ হওয়ার আগে, লিভারপুলের ডোমিনিক সোবোস্লাই আরেকটি গোল করে দলকে ২-১ এ এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধে খেলাটি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ব্রাইটন আরো দুটি গোল করে এবং ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।
লিভারপুল দ্বিতীয়ার্ধে গোল করতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায়। ব্রাইটনের হয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন কাউরু মিতোমা ও জ্যাক হিন্সেলউড। অ্যালিসন বেকার এবং লুইস ডিয়াজের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও, লিভারপুল ম্যাচটি জিততে পারেনি।
এই পরাজয়ের পরও, লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে। ৩৭ ম্যাচ খেলার পর তাদের পয়েন্ট ৮৩। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে তারা ১২ পয়েন্ট এগিয়ে। আজ (মঙ্গলবার, ২০ মে) রাতে ম্যানচেস্টার সিটি এএফসি বোর্নমাউথের বিপক্ষে খেলবে। এই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলের অবস্থানে প্রভাব ফেলতে পারে।