১০ নম্বর জার্সি, বার্সেলোনার ১২৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই জার্সিতে অনেক সাধারণ হয়েছেন অসাধারণ। খেলোয়াড়রা গড়েছেন ইতিহাস। হয়েছে অনেক ঐতিহাসিক মুহূর্তও। মেসি-ম্যারাডোনা-রোনালদিনহোর মতো কিংবদন্তিরা এই জার্সি পরে খেলেছেন।
মেসির অবসরের পর আনসু ফাতি এই জার্সি পরলেও চোটের কারণে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে এবার বার্সেলোনার এই জার্সির নতুন উত্তরসূরি হতে যাচ্ছেন বিশ্বকে তাক লাগানো ১৭ বছরের লামিনে ইয়ামাল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর নতুন মৌসুমে বিখ্যাত এই জার্সি বুঝিয়ে দেয়া হবে ইয়ামালকে।
বর্তমানে ১৯ নম্বর জার্সি পরা ইয়ামাল এই মৌসুমে ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে লা লিগাসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন।
১০ নম্বর এই আইকনিক জার্সির জন্য যোগ্য মালিকের খোঁজের অধ্যায় হয়তো সমাপ্তি ঘটতে পারে এবার।