বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ; টিকিটের সর্বোচ্চ দাম ৫ হাজার

টিকিটির দাম ঘোষণার সংবাদ সম্মেলন
ফুটবল
এখন মাঠে
0

অবশেষে জানা গেল বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম। দেশের মাটিতে হামজাদের প্রথম ম্যাচকে ঘিরে দর্শকের বাড়তি আগ্রহের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে টিকিটের দাম। জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখতে দর্শকদেরকে খরচ করতে হবে সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত। আজ (বুধবার, ২১ মে) টিকিটের স্বত্ব প্রতিষ্ঠান বাছাইয়ের পাশাপাশি মূল্য নির্ধারণ করা হয়।

দেশের ফুটবলের নবজাগরণের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ। হামজা চৌধুরী-শমিত শোমরা প্রথমবার জুটি বাঁধবেন। দীর্ঘ প্রায় পাঁচ বছরের বিরতি কাটিয়ে খেলা ফিরছে জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটা অনেকগুলো উপলক্ষ্যকে একবিন্দুতে মিলিয়েছে। আর এমন ম্যাচকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি নেই বাফুফের।

ম্যাচটি দেখতে জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল নামবে। এরইমধ্যে এমন আভাস মিলেছে। যে কারণে টিকিট স্বত্ব বিক্রি করতে দরপত্র আহ্বান করে বাফুফে। কয়েকটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে স্বত্ব পেয়েছে টিকিফাই।

এরইমধ্যে টিকিট বিক্রির দিনক্ষণ এবং মূল্য চূড়ান্ত করে ফেলেছে প্রতিষ্ঠানটি। দর্শক চাহিদাকে পুঁজি করে এবার মোটা অংক আয় করতে চায় বাফুফে। সে হিসেবে বেড়েছে টিকিটের দাম। সবশেষ কিংস অ্যারেনায় বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল ৩০০ টাকা থাকলেও এবার সেটি বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মূল্যে বিক্রি করা হবে টিকিট। শনিবার দুপুর ১২টা থেকে বাফুফে এবং টিকিফাইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।

টিকিফাইয়ের স্বত্বাধিকারী ইফতেখার ইফতি বলেন, ‘আমাদের মেইনটেনেন্স ক্যাপাসিটি তো আমরা আনলিমিটেড সেল করতে পারবো। আপনি একা ১০০ বা ২০০ টিকিট কিনতে চাইলে কিনতে পারবেন। কিন্তু এটা এই ম্যাচের জন্য না। এই ম্যাচের জন্য একজন সর্বোচ্চ পাঁচটা টিকিট কাটতে পারবে। ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস এবং নাম দেখে আমরা দিচ্ছি। এর বাইরে আর কোনো আইডির প্রয়োজন পড়ছে না।’

টিকিট কালোবাজারি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।

ইফতেখার ইফতি বলেন, ‘আমাদের সফট কপিতে যে কিউআর কোড আছে সেটা দেখালেই আমরা ওইটা স্ক্যান করে ভ্যারিফাই করতে পারবো যে এইটা অরিজিনাল টিকিট কি না ‘

৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতির ম্যাচও দেখতে হবে টিকিট কেটে।

এদিকে আগামীকাল (বৃহস্পতিবার, ২২ মে) বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেয়ার কথা থাকলেও, সেটি হচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

এসএস