ইনজুরি থেকে ফিরে দলের ব্যর্থতার সাক্ষী নেইমার

ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন নেইমার
ফুটবল
এখন মাঠে
0

দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেও তার দল সান্তোসকে জেতাতে পারেনি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র। কোপা দো ব্রাজিলে সিআরবির বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে সান্তোস।

এ ম্যাচ দিয়ে তার মাঠে ফেরা অনেকটা নিশ্চিত ছিল আগে থেকেই। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে ৬৬ মিনিটে নেইমারকে মাঠে নামান কোচ ক্লেবার হাভিয়ার। 

কিন্তু ম্যাচের ফলাফলে কোনো প্রভাব রাখতে পারেননি তিনি। গোলশূন্য ড্র হলে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে। 

সেখানে নেইমার সফল হলেও ৫-৪ ব্যবধানে হারতে হয় তার দলকে। 

এর আগে প্রথম লেগের ম্যাচ ১-১ এর সমতায় শেষ হয়েছিল। ফলে ১ মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরে দলের বিদায় দেখতে হলো ব্রাজিলিয়ান তারকাকে। 

আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের। তবে ক্লাবটির সাথে নতুন করে আবারো যুক্ত হবেন কি না, এ ব্যাপারে এখনো কিছু নিশ্চিত করেননি ব্রাজিলিয়ান নাম্বার টেন।

এসএইচ