সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতালিয়া বেল্লোলি ২০২৮ লেখা বার্সেলোনার জার্সি হাতে ক্লাবটির সভাপতির সঙ্গে পারিবারিক ছবি পোস্ট দেন।
কাতালানদের হয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫টি এসিস্ট করেছেন রাফিনিয়া এবং প্রথম মৌসুমেই বার্সার হয়ে জিতিয়েছেন তিনটি ঘরোয়া শিরোপা।
চুক্তি বাড়ানোর প্রতিক্রিয়ায় তিনি জানান, বার্সার জার্সিতে তিনি খেলতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত।