চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি সান্দারল্যান্ড ও হামজার শেফিল্ড

শেফিল্ড ইউনাইটেডের হামজা
ফুটবল
এখন মাঠে
0

লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপের ফাইনালে সান্দারল্যান্ডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে জয়ী দল খেলবে সামনের মৌসুমের প্রিমিয়ার লিগে।

আজকের শেফিল্ড- সান্দারল্যান্ড ম্যাচটি অন্য সব প্লে অফ ম্যাচের তুলনায় ভিন্ন। চ্যাম্পিয়ন্সশিপ প্লে অফ ফাইনালকে বলা হয়ে থাকে ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচে জয়ী দল পাবে বাংলাদেশি টাকায় ৩৬৫ কোটি টাকার বেশি।

এ বছর এরই মধ্যে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। তৃতীয় স্থান নির্ধারিত হবে শনিবার রাতে। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে জেতা দল পাবে ১৬.৭ কোটি থেকে ৩২.৮ কোটি ডলার পর্যন্ত।

এএইচ